1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিস্ফোরণ, বাড়িতে আগুন, মৃত তিন

১৭ মে ২০২৪

ড্যুসেলডর্ফে রাতে একটি বাড়িতে আগুন লাগে। কর্মকর্তারা এখনো বলতে পারছেন না, আগুন লাগার কারণ কী?

https://p.dw.com/p/4fxUt
ডুসেলডর্ফে আগুন লেগে পুড়ে যাওয়া বাড়ির ছবি।
বৃহস্পতিবার আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। ৭০ জনকে উদ্ধার করেছে দমকলের কর্মীরা। ছবি: Thilo Schmuelgen/REUTERS

দমকল ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ছয়তলা বাড়িটির একতলায় একটি খাদ্য ও পানীয়র দোকান ছিল। সেখানেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর আগুন লাগে। আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

ওই বাড়িতে আগুন দ্রুত ছড়াতে থাকে। দোতলা, তিনতলার বাসিন্দাদের অনেকেই কাচ ছড়ানো রাস্তায় লাফিয়ে নামেন।

পুলিশ জানিয়েছে, আগুন কেন লাগলো, তা স্পষ্ট নয়।  তবে প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে আগুন লাগানো হয়নি।

দমকলের তৎপরতা

দমকল, পুলিশ ও জরুরি পরিষেবার প্রায় একশটি গাড়ি ঘটনাস্থলে যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষদের প্রথমে উদ্ধার করা হয়। দুর্গত মানুষের কাছে পৌঁছানো হয়।

দমকলের তরফে জানানো হয়েছে, নয় ঘণ্টা ধরে চলা অপারেশনে ৭০ জনকে তারা সাহায্য করেছেন।

বাড়িটির সামনে থাকা অনেকগুলি গাড়িতে আগুন লাগে।
ডুসেল়র্ফের অগ্নিদগ্ধ বাড়ির সামনে কাজ করছেন দমকলকর্মীরা। ছবি: Thilo Schmuelgen/REUTERS

এই ঘটনায় তিনজন মারা গেছেন। একজন তার অ্যাপার্টমেন্টে। বাকি দুইজন সিঁড়িতে। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

বিশেষজ্ঞরা কারণ খতিয়ে দেখছেন

আগুন লাগার ক্ষেত্রে বিশেষজ্ঞরা এখন বাড়িটির ভিতরে ঢুকে কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বাড়িটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে এখনো এটা স্পষ্ট হয়নি, কোনো প্রযুক্তিগত ত্রুটি, থেকে বিস্ফোরণ হয়েছীিল, নাকি এটা নিছক দুর্ঘটনা ছিল বা আগুন লাগানো হয়েছিল।

বাড়ির সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ, বাড়ির সামনে রাখা গাড়িগুলি পুড়ে গেছে।

নর্থ রাইন ওয়েস্টফালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি।

শহরের মেয়র স্তেফান কেলার ঘঠনাস্থল গিয়েছিলেন। তিনি দমকল ও জরুরি পরিষেবা বিভাগের প্রশংসা করে বলেন, তাদের তৎপরতায় অনেকগুলি প্রাণ বেঁচেছে।

জিএইচ/এসজি(এপি, ডিপিএ)