1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইউক্রেনের দুই সেনা নিহত, এক রুশ আটক

৩০ এপ্রিল ২০২৪

জার্মানির বাভারিয়া রাজ্যে শনিবার সন্ধ্যায় ইউক্রেনের দুই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন৷ এই ঘটনায় জড়িত সন্দেহে এক রুশ নাগরিককে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/4fLWO
ছুরিকাঘাতে মৃত দুই ইউক্রেনীয়র স্মরণে ফুলেল শ্রদ্ধা
৫৭ বছর বয়সি এক রুশ নাগরিককে হামলায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়ছবি: Constanze Wilz/dpa/picture alliance

জার্মানিতে ইউক্রেনের দূতাবাস বলছে, নিহত দুজনের বয়স ২৩ ও ৩৬৷ তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য৷ পুনর্বাসনের জন্য তারা জার্মানিতে বাস করছিলেন৷

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে জার্মানিতে থাকা ইউক্রেনীয় কূটনীতিকদের পরামর্শ দিয়েছেন৷

বাভারিয়া রাজ্যের মুরনাউ এলাকায় ঘটনাটি ঘটেছে৷ সেখানকার পুলিশ প্রধান রোববার জানান, ঘটনার কারণ জানার চেষ্টা চলছে৷

এদিকে বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আগে একসঙ্গে দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন৷ এছাড়া তারা সবাই অ্যালকোহলে আসক্ত ছিলেন বলেও জানা গেছে৷ ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ করেছেন তিনি৷

শনিবার সন্ধ্যায় একটি শপিং সেন্টারের কাছে মারাত্মকভাবে আহত দুই ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়৷ ৩৬ বছর বয়সি ব্যক্তিটি তখনই মৃত ছিলেন বলে স্থানীয় পুলিশ বলছে৷ আর ২৩ বছর বয়সি ব্যক্তিটি পরে রাতে হাসপাতালে মারা যান৷

এরপর ৫৭ বছর বয়সি এক রুশ নাগরিককে হামলায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য